ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকে বিতাড়িত আ.লীগ: মাওলানা রফিকুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকে বিতাড়িত আ.লীগ: মাওলানা রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী লীগ আজ দেশ থেকেই বিতাড়িত হয়েছে।

 

শনিবার (২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে, ঠিক একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাল্লাহ।  

তিনি বলেন, হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সারা দেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খাঁন এসময় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।  

পথসভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, সেক্রেটারি- রাশেদুল ইসলাম শহীদ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট সদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়েতুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছালে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাটিকুমরুল মোড়ে পথসভা শেষে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠ, দবীরগঞ্জ পথসভায় বক্তব্য রাখেন।  

এছাড়া, উপজেলার সলঙ্গা থানা মাঠ,দবিরগঞ্জ বাজার, বোয়ালিয়া বাজার, গয়হাট্টা বাজার, মোহনপুর, বালসাবাড়ী, শাহজাহানপুর পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে জনসভার মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।