ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে আন্দোলনে নিহত ৩ শহীদ পরিবারে জামায়াতের ফের আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
ফেনীতে আন্দোলনে নিহত ৩ শহীদ পরিবারে জামায়াতের ফের আর্থিক সহায়তা

ফেনী: ফেনীতে ৪ আগস্ট ছাত্র আন্দোলনে নিহত তিন শহীদ পরিবারকে ফেনী জেলা জামায়াতের পক্ষ থেকে ফের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্ৰামের শহীদ জাকির হোসেন সাকিব, দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্ৰামের সরোয়ার জাহান মাসুদ ও ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্ৰামের ইসতিয়াক আহমদ শ্রাবণের পরিবারের হাতে একলাখ টাকা করে তুলে দেন ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন।

এ সময় জেলা আমিরের সঙ্গে আরও ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা প্রচার সেক্রেটারি আনম আবদুর রহিমসহ অন্যান্যরা।

এর আগেও প্রত্যেক শহীদ পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছিল। আবার সব শহীদ পরিবারকে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়া চলছে। আজ যে তিনজনকে সহায়তা দেওয়া হয়েছে তারা সবাই ছাত্রশিবিরের নেতাকর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।