মেহেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা ও ভাঙচুর মামলায় মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আক্কাস আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতা আক্কাস আলী শহরের হোটেলপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের পর দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এসএম


 
                                             
                 
                .jpg) 
                 
                 
                 
                 
                 
                 
                