ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনা জেলা বিএন‌পির আংশিক আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, ডিসেম্বর ১৩, ২০২৪
খুলনা জেলা বিএন‌পির আংশিক আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা মনিরুজ্জামান মন্টু, মোমরেজুল ইসলাম ও আবু হোসেন বাবু

খুলনা: খুলনা জেলা বিএন‌পির ক‌মি‌টি প্রায় তিন মাস প‌র ঘোষণা করা হ‌য়ে‌ছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) দল‌টির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গে‌ছে।

আংশিক ক‌মি‌টি‌তে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হ‌য়ে‌ছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক ক‌মি‌টি‌তে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হ‌য়ে‌ছে।

গত ১৯ সে‌প্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএন‌পির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস ক‌মি‌টি ছাড়া খুলনা জেলা বিএন‌পির কাজ মুখ থুব‌ড়ে পড়ে।

এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে তিন সদস্যের ক‌মি‌টি ঘোষণা করা হয়। প‌রে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।