ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ছিন্নমূল মানুষের মাঝে শহীদুল্লাহ হল ছাত্রদলের কম্বল বিতরণ

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
ছিন্নমূল মানুষের মাঝে শহীদুল্লাহ হল ছাত্রদলের কম্বল বিতরণ

ঢাকা: দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের নেতারা।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর ) দিবাগত রাতে রাজধানীর হাইকোর্ট, প্রেসক্লাব, কাকরাইল, শাহবাগ, টিএসসি, ঢাকা মেডিকেল এলাকার ছিন্নমূলদের মাঝে তারা এ কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে হাইকোর্ট এলাকার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মর্জিনা বলেন, এই শীতে প্রচণ্ড কষ্টে দিন রাত কাটাচ্ছিলাম। আমার এ বাবারা আমাকে একটা কম্বল দিয়েছে; কম্বল পেয়ে আপাতত শীত থেকে বাচতে পারব।

শাহবাগ কম্বল পেয়ে এক রিকশাচালক বলেন, আমি রাতে এইদিকেই বাইরে থাকে। কম্বল পাওয়ায় শীত নিবারণ করা যাবে।

এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মাহবুব আলম শাহীন বলেন, দলীয় আদর্শ অনুসরণ করে আমরা চেয়েছি অসহায়-দরিদ্র পথশিশু ও এবং ছিন্নমূল মানুষদের সাহায্য করতে।

এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া এবং আগস্টে বন্যায় বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা দিতে ছাত্রদলের এই ইউনিটটি কাজ করে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, মারুফুর রহমান মামুন, মোস্তাকিম আলী, তানভীর হাসান মিঠু, হাবিব আহমেদ লিয়ন, মেহেদী হাসান রুমী, মাহমুদ হাসান, শামসুল হক আনান, আহমেদ এহসান রাফি, শিহাব হোসেন শাহেদ, সাব্বির আহমেদ উৎস ও ওয়ালিউর রহমান।  

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।