ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব: সাকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, ডিসেম্বর ২৩, ২০২৪
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব: সাকি

সিলেট: শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, সরকারের প্রতি প্রত্যাশা অনেক। তবে আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে, এমনটা নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বলেছে, ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

কুমিল্লায় একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ