ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনীতে যুবদলের সভাপতিকে গলাকেটে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
গাংনীতে যুবদলের সভাপতিকে গলাকেটে হত্যার অভিযোগ মরদেহ দেখতে লোকজনের ভিড়/ইনসাটে আলমগীর হোসেন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে (৪৫) গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলমগীর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে। কি কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি।

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার (১ জানুয়ারি) গাংনী বাজারে ছিলেন আলমগীর হোসেন। তারপর থেকে নিখোঁজ হন তিনি। আজ সকালে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। কি কারণে এ ঘটনা কিছুই বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।