ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

লন্ডন যাত্রাকালে দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
লন্ডন যাত্রাকালে দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন খালেদা জিয়া ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশল বিনিময়।

ঢাকা: চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু বার্তা দিয়ে গেছেন।  

এসময় বিএনপি চেয়ারপারসন দেশের সব মানুষ যেন ভালো থাকে সে কামনা করেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বিদায় দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।  

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ৬ বছর আটক করে রাখা হয়৷ এ সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম তাকে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।  

মির্জা ফখরুল আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, দেশনেত্রী খালেদা জিয়া সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য আজকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি।  

মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আমাকে বলেছেন, আপনি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলবেন—দেশবাসী যেন আমার জন্য দোয়া করে।  

কোনো রাজনৈতিক বার্তা দিয়েছেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক বার্তা বলতে তিনি দেশের মানুষের ভালো থাকার কামনা  করেছেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।  

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
ইএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।