ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির ২ নেতার বাসায় হামলার প্রতিবাদে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
বিএনপির ২ নেতার বাসায় হামলার প্রতিবাদে সমাবেশ বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বরিশাল: বরিশাল মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

 

এ সময় বুধবার (৮ জানুয়ারি) রাতের হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত শেষে দ্রুত বিচার দাবি করেন নেতাকর্মীরা।  

সমাবেশে বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান ও একেএম শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, সাইফুল আনম আজিম, হোসেন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।  

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধার ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদ জানানোর পর বুধবার রাতে দুই নেতার বাসায় হামলার ঘটনা ঘটেছে। কারও সঙ্গে মতের বিরোধ থাকলে তা ভিন্নভাবে মীমাংসা করা যেত, এভাবে হামলা করা অনুচিত। তাই আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করছি। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।  

প্রসঙ্গত: গত বুধবার রাতে ২০-২০টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা ও হকিস্টিক নিয়ে দুই বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এদিকে হামলার ঘটনার পর বিএনপির একাংশের নেতাকর্মীরা নগরে বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের প্রকাশ্যে আসার আহ্বান জানান।

এদিকে তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক এ নেতারা। বৃহস্পতিবার দুপুরে নগরে সদর রোডের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।