ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ নেতার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ নেতার প্রতীকী ছবি

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রুবেল বিশ্বাসের (৪৩) মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাত ৯টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উপজেলার সলিমপুর ইউনিয়নে ডিগ্রি কলেজের পাশে হোটেল ব্লু-ক্যাসেলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।

 

পরে রাত ২টায় ঈশ্বরদী রুপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহত যুবলীগ নেতা ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ার মাইন উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ঈশ্বরদী রেলগেটস্থ রুপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল বিশ্বাসের ভাই।

শিমুল বিশ্বাস বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে বাড়ি ফিরছিলেন রুবেল। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রুবেলকে রূপসী বাংলা ক্নিনিকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে রুবেল মারা যান।

শিমুল অভিযোগ করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রুবেলকে ভর্তি করার পর তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়। যার কারণে রুবেলের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। রুবেলের মৃত্যুর জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভুল চিকিৎসাকে দায়ী করেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী বাঘইল কেন্দ্রীয় গোরস্থানে রুবেলকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।