ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সবার বন্ধুত্ব চাই, কারো প্রভুত্ব চাই না: জুয়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
সবার বন্ধুত্ব চাই, কারো প্রভুত্ব চাই না: জুয়েল বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল

নরসিংদী: বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না। বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাঁটাতারের বেড়া লাগাতে চেয়েছিল।

আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগণকে যারা দেশের মাটি রক্ষা করার জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন।  

তিনি আরও বলেন, সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবে না। সে ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে  বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিয়েছেন।  

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে  ১০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিএনপির নাম ভাঙ্গিয়ে, বিএনপিকে ব্যবহার করে কেউ যদি অসৎ উদ্দেশে কোনো কাজ করেন, চাঁদাবাজি,  টেন্ডারবাজিসহ কোনো অন্যায় কাজ করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।

বিএনপির কোনো নেতাকর্মীর কারণে যদি কোনো ইমেজ সংকট হয়, সেই সংকট কিন্তু আমাদের ও দলকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা হিংসা হানাহানির রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই। মানুষের কল্যাণে কাজ করতে চাই। । আমরা সব সম্প্রদায় মিলে দেশকে গড়ে তোলতে চাই।

তিনি আরও বলেন,  দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছে। এ কর্মসূচি মা-বোনের, যুবকদের, ছাত্র জনতা, কৃষক  শ্রমিকদের কর্মসূচি। এ কর্মসূচী সব মানুষের কথা চিন্তা করে দেওয়া হয়েছে। আমরা এ কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ সাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি বায়েজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লহ, সাধারণ সম্পাদক উজ্জল, সাংগঠনিক সম্পাদক করুন আকন্দ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।