ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রজনতার হাতে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
হবিগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রজনতার হাতে আটক জাকির হোসেন

হবিগঞ্জ: হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা সদরে কোর্ট মসজিদের সামনের সড়কে ঘোরাফেরা করার সময় একদল ছাত্রজনতা তাকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে।

পরে ৫ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আন্দোলনে গুলিবিদ্ধ শহরতলীর আলমপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া গত ৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছিলেন।

বাদীর অভিযোগ, ৫ আগস্ট তিনকোনা পুকুর পাড় এলাকায় আসামিদের কয়েকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে তিনিসহ অনেকে আহত হন। পরে আন্দোলনকারী ছাত্রজনতা এক হয়ে অগ্রসর হলে আসামিরা পালিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ছাত্রজনতা জাকিরকে থানায় সোপর্দ করলে পুলিশ তাকে আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।