ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দুয়ারীপাড়া সরকারি কলেজে শহীদ ওয়াসিমের মুরাল উন্মোচন

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
দুয়ারীপাড়া সরকারি কলেজে শহীদ ওয়াসিমের মুরাল উন্মোচন বৃহস্পতিবার দুপুরে শহীদ ওয়াসিম আকরামের মুরাল উন্মোচন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। তার স্মরণে ঢাকার মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের মূল ফটকের পাশে মুরাল নির্মিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এই মুরাল উন্মোচন করা হয়।  

কলেজের শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। দেশের গণঅভ্যুত্থানে তার আত্মদানের প্রতি সম্মান জানাতে এই মুরাল উন্মোচন করা হয়েছে। এই উদ্যোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার সার্বিকভাবে সহযোগিতা করেছেন।  

শহীদ ওয়াসিম আকরামের মুরাল উন্মোচনের সময় কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন দুয়ারীপাড়া কলেজ ছাত্রদলের শেখ সানবিন মাহমুদ, কাজী লিমনসহ অনেকেই।  

আরও উপস্থিত ছিলেন রূপনগর থানা ছাত্রদলের ফয়সাল আহম্মেদ বাবু মিজি, সাব্বির রহমান সম্রাট, তৌওফ মোস্তফা ও মিরাজ খানসহ অনেকেই।  

গত বছরের ১৬ জুলাই বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এসময় ছাত্রদল নেতা ওয়াসিম শহীদ হন।

চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।