নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছা (৭০) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিটের দিকে ঢাকার বাসাবোর বাসায় তার মৃত্যু হয়।
তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মেহেরুন নেছা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী।
সালেকীন রিমন বলেন, অসুস্থ হওয়ার পর থেকে মা চিকিৎসার জন্য ঢাকায় আমার বোনের বাসায় থাকতেন। তার তিনবার ব্রেইন স্ট্রোক হয়েছে। এছাড়া দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আজ বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআই