ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এবার জামায়াতের মনোনয়ন পেলেন সাঈদীর ২ ছেলে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এবার জামায়াতের মনোনয়ন পেলেন সাঈদীর ২ ছেলে 

পিরোজপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এর মধ্যে দুই আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির আমির হোসেন।

তিনটি আসনের প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসন থেকে সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার) থেকে সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতের মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।