ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

রাজনীতি

সাদুল্লাপুর উপজেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
সাদুল্লাপুর উপজেলা আ.লীগ নেতা গ্রেপ্তার মো. সাহারিয়া খান বিপ্লব (সংগৃহীত ছবি)

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহারিয়া খান বিপ্লবকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা শহরের কাঁচাবাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বিপ্লব একই উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করে। তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।