ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: মীর হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: মীর হেলাল

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

সোমবার (১৭ মার্চ) বিকেলে চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম ক্লাবে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।

সেখানে বক্তব্য দেওয়ার সময় গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তিনি এ কথা জানান।

মীর হেলাল উদ্দিন বলেন, সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাবো আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করবেন, আমরা তা গ্রহণ করবো। আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত ১৬ বছর। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। দল সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

‘রাজনীতি করি জনগণের জন্য’ মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। তাই সব সময় আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করি। এরপরও আমাদের অনেক ভুল ক্রুটি থাকতে পারে রাজনীতি করতে গিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আশরাফ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এমআই/টিসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ