নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
লক্ষ্মীপদকে বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানে লক্ষ্মীপদ দাসকে ঢাকায় গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বুধবার সকালে বান্দরবানে আনা হয়। পরে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আদালতে তোলা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে বান্দরবান সদর থানায়। এছাড়াও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার পুলিশের বিশেষ অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে লক্ষ্মীপদ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান নিয়ে আদালতে তোলার পর লক্ষ্মীপদ দাসকে কারাগারে পাঠানো হয়।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর করিম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসআরএস