ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে আ.লীগের ছয়জনসহ গ্রেপ্তার ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
মেহেরপুরে আ.লীগের ছয়জনসহ গ্রেপ্তার ১১

মেহেরপুরে পুলিশের পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও জামায়াত নেতার বাড়ি পোড়ানো মামলায় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন- জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রহমানের ছেলে আব্বাছ আলী, বাঁথানপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে রাশিদুল ইসলাম, বাহার আলীর ছেলে কাজল হোসেন, থানাপাড়ার ইদ্রিস আলীর ছেলে জসিম উদ্দিন, জেলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের আবুল খয়েরের ছেলে ইমদাদুল হক ও আবুল হাসেমের ছেলে বজলুর রহমান।

গ্রেপ্তারদের বিরুদ্ধে গাংনী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের বাড়ি পোড়ানো মামলা রয়েছে।

এছাড়া গাংনী থানা পুলিশের অপর অভিযানে উপজেলার গাঁড়াডোব গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ও বিশারথ হোসেনের ছেলে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৯০টি ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে।

এছাড়া মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বাগোয়ান গ্রামের আব্দুল হান্নানের ছেলে রবিউল ইসলাম ময়নাকে একটি মামলায় গ্রেপ্তার করেছে।

বুধবার (২৬ মার্চ) রাতের বিভিন্ন সময় গাংনী থানা পুলিশ ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের এসব নেতা-কর্মী গ্রেপ্তার হন।

একই সময়ে মাদকসহ অন্যান্য মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তারদের বিরুদ্ধে জেলা জামায়াতের সাবেক আমিরের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ এবং গাংনী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলা রয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আক্তার খানম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গ্রেপ্তারদের আদালতে নেওয়া হলে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।