ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত: আযম খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত: আযম খান ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন। ফ্যাসিবাদের সময় ড. ইউনূসকে শত শত কাল্পনিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল।

যেমন বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে হয়রানি ও গায়েবি হামলা দেওয়া হয়েছিল। লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেরকম ড. মুহাম্মদ ইউনূস স্যার আপনিও তো নির্যাতিত হয়েছিলেন। প্রতিটা পদে পদে আপনাকে নির্যাতন করা হয়েছিল। আপনার নির্যাতনের সময় বিএনপি আপনার পাশে থেকেছে। আপনিও নির্যাতিত বিএনপির মতো।

বুধবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আপনি প্রধান উদেষ্টা হয়েছেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। এখন আপনি প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন।  

তিনি আরও বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। তার কিছুদিন পরে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক ও দেশনায়ক তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।