ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ. লীগের পুনর্বাসন প্রচেষ্টা বরদাশত করা হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
‘আ. লীগের পুনর্বাসন প্রচেষ্টা বরদাশত করা হবে না’

খাগড়াছড়ি: বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি  টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসনের  প্রচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত খাগড়াছড়ি  জেলার জামায়াত এবং শিবিরের নেতারা অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ^ বিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

প্রধান অতিথি তার বক্তব্যে অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন বলেন, বিগত সরকার উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। চেতনার কথা বলে জাতিকে দুই ভাগে বিভক্ত করে জাতীয় ঐক্য ও উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের পর থেকে "রাজাকার" আর কোন গালি নয় বরং যারাই এ রাজাকার শব্দের অপপ্রয়োগ করতে চাইবে তারাই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিবন্ধক।

ঈদ পুনর্মিলনী আরও বক্তব্য রাখেন,ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মাঈন উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমির মোহাম্মদ ইলিয়াছ, ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি আবু আহমেদ, আব্দুল হালিম, সাবেক সেক্রেটারি ওবায়েদুল হক ও কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।