ঢাকা, রবিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনায় দুইবারের উপজেলা চেয়ারম্যান মনির গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
বরগুনায় দুইবারের উপজেলা চেয়ারম্যান মনির গ্রেপ্তার মনিরুল ইসলাম মনির

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরগুনা সদর উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জেলা সদর উপজেলার মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মনিরুল ইসলাম মনির সদর উপজেলার ২ নম্বর ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার সাবেক আওয়ামী লীগ নেতা মৃত আবদুল মজিদ মিয়ার (সাবেক ইউপি চেয়ারম্যান) ছেলে। মনিরের ছোট ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকী সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।  

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগরুল হাসান জানান, মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সন্ধ্যার পরে পুলিশের একটি টিম মনসাতলী গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৬) আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানোর হবে।  

তবে নির্দিষ্ট করে কার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে মুখ খোলেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।