ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা কারাগারে

নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও বাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

সোমবার (৭ এপ্রিল) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদের আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ওই তিনজন হলেন- নীলফামারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমীন স্বপন ও পৌর আওয়ামী লীগের সদস্য সুমন ইসলাম।

মামলার সূত্র মতে, গত বছরের ৪ আগস্ট জেলা শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে মিছিলে বাধা সৃষ্টি ও বিকেল পৌনে ৪টার দিকে দলবদ্ধভাবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট মামলা দায়ের হয়। সোমবার বিকেলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন ওই তিন নেতা-কর্মী।

আসামিপক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ওই তিন নেতা-কর্মীর আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণের পর তাদের জামিন প্রার্থনা করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।