ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিলেন জামায়াতের নেতা-কর্মীরা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিলেন জামায়াতের নেতা-কর্মীরা 

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের নেতা-কর্মীরা।  

শনিবার (১২ এপ্রিল) বেলা ১২ টার দিকে বাইতুল মোকাররম মসজিদ থেকে তারা কর্মসূচিতে যোগদান করেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামীর উদ্যোগে এই মিছিলে অংশগ্রহণ করেন-দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান।

এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালানো হলেও জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে।  

অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে মুসলমানদের নেতৃত্বে জাতিসংঘের মতো বিকল্প সংগঠন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।