ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

প্রশাসনে এখনো এরা ঘাপটি মেরে বসে আছে: আরিফুল হক চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
প্রশাসনে এখনো এরা ঘাপটি মেরে বসে আছে: আরিফুল হক চৌধুরী

সিলেট: এখনো প্রশাসনে এরা ঘাপটি মেরে বসে আছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, আজকের অনুষ্ঠানে জনপ্রতিনিধি কিংবা জনগণের সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, সিলেট সম্পর্কে তাদের ধারণা নেই, তারা সিলেটকে যদি অন্য জায়গার মতো মনে করেন, তাহলে ভুল করবেন।

সোমবার (১৪ এপ্রিল) সিলেট নগরের সুরমার তীর সংলগ্ন সারদা হলের সামনে একুশে টেলিভিশনের রজত জয়ন্তি অনুষ্ঠানে কেক কেটে উদযাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজেকে ক্ষমতাবান মনে করেন, তাহলে ভুল করবেন, আমি নাম উল্লেখ না করে বললাম, যেভাবে জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ততা থেকে আলাদা করছে ফ্যাসিস্টরা, এসব করে কাজ হয়নি, বিদায় নিতে হয়েছে বলেও সতর্ক সংকেত দেন তিনি।

এরআগে সকালে বাংলা নববর্ষ বরণে সিলেট জেলা প্রশাসন থেকে র‌্যালি বের করা হয়। তবে এ র‌্যালিতে বিএনপির নেতাদের অংশগ্রহণ করতে দেখা যায়নি।

একই অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, পহেলা বৈশাখ হচ্ছে আমাদের আনন্দের উৎসব যেটা সার্বজনীন। এবারের উৎসব দীর্ঘ বছর ফ্যাসিস্টের বেড়াজাল থেকে বেরিয়ে পালন করছি।

তিনি বলেন, আমরা মনে করি প্রতিটি অনুষ্ঠান ও উৎসবে যেন বাংলার বহমান ঐতিহ্যের ছাপ থাকে। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বৈশাখী উৎসবের নামে ডিজে পার্টি হতো। যেটা বাংলার জনগণ কখনো মেনে নেয়নি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু করলাম সেই বাংলাদেশ যেন সবাই একসঙ্গে মিলে মিশে দেশটাকে এগিয়ে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।