ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

১৫ বছরে পাচার হওয়া অর্থ দিয়ে দেশের চারটি বাজেট সম্ভব: শিবির সভাপতি

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, এপ্রিল ২৪, ২০২৫
১৫ বছরে পাচার হওয়া অর্থ দিয়ে দেশের চারটি বাজেট সম্ভব: শিবির সভাপতি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

দিনাজপুর: স্বৈরাচার সরকারের ১৫ বছরে পাচার করা অর্থ দিয়ে দেশের চারবার বাজেট করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, আজকে যারা সচিবালয় পরিচালনা করছেন‌ তারা তো অনেক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। তাদের হাত ধরে বাংলাদেশে কেন এত দুর্নীতি হয়! জুলাই অভ্যুত্থানে অনেক আহতের দাবি, এই সমাজ থেকে দুর্নীতি রোধ করতে হবে। এদেশে বিগত ১৫ বছর যারা দেশপ্রেমের বয়ান তুলে, দেশপ্রেমের সবক দিয়ে আমাদের ৭১’র চেতনার কার্ড দেখিয়েছে, তারাই ১৫ বছর যে পরিমাণ অর্থ এই দেশ থেকে বিদেশে পাচার করেছেন, সেই অর্থ দিয়ে বাংলাদেশের ৪ বারের বাজেট করা সম্ভব।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন হবে, হওয়া উচিত। একেবারে যেন দীর্ঘায়িত না, আবার যেন খুব তাড়াহুড়ো না হয়। ৫ আগস্টের পর সংস্কারগুলোর কোনো দৃশ্যমান ফলাফল দেখতে পাচ্ছি না। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হোক আমরা এটাই চাই।

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের সাবেক কয়েকজন দায়িত্বশীল বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসকে/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।