ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

ঢাকা: আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি সারাদেশে দলীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি।

শনিবার (২৬ এপ্রিল) এনসিপির চতুর্থ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাউন্সিল সংগঠনের সকল নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে।

পলিটিক্যাল কাউন্সিললের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনেরও সিদ্ধান্ত হয়। এই নির্বাহী কমিটি প্রতি তিন মাস পর অবস্থা বিবেচনায় নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেবে।

এছাড়া, গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিমকে এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র তৈরি করে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ধারাবাহিকতায় আগামী ২ মে ঢাকায় এনসিপি ঢাকা মহানগর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।