ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ইইউ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:১০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ইইউ  ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে আমাদের দলের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কার্যালয়ে যান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠক শেষে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে নায়েবে আমির জানান, ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে।

তিনি বলেন, নারী ও পুরুষ প্রত্যেকের অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন। তবে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে জামায়াত। সব মিলিয়ে সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইইউ সন্তুষ্ট হয়েছে।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার টাইমলাইনের বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে জামায়াত। নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে জামায়াত সিসিটিভি ক্যামেরার দাবি করেছে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ভারসাম্য চায় জামায়াত।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
টিএ/জেএইচ

বাংলাদেশ সময়: ৬:১০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ