ঢাকা: আওয়ামী লীগে নিষিদ্ধে কোনো আপস নেই বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতিয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।
হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস কি এদেশে মানুষের অজানা। ৭১ এর পর শেখ মুজিব রক্ষী বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছিল। শেখ মুজিব দেশের মানুষের জন্য অভিশাপ নিয়ে এসেছিল। এদেশের খাদ্য সম্পদ বিদেশে পাচার করে দুর্ভিক্ষ নিয়ে এসেছিল। তেহাত্তর সালে তো দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে শহীদ হয়েছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধে কোনো আপস নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা উপস্থিত ছিলেন।
সমাবেশ শুরুর আগে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোটবড় অসংখ্য ছাত্র জনতা মিছিল নিয়ে এনসিপির সমাবেশ অংশগ্রহণ করতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশ জুলাই অভ্যুত্থানে আহতরাও অংশগ্রহণ করেন।
আরকেআর/এসসি/জেএইচ