ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, সেই বাঁধ ভেঙে ফেলব: জয়নুল আবদিন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, মে ১৮, ২০২৫
ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, সেই বাঁধ ভেঙে ফেলব: জয়নুল আবদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, তাহলে সে বাঁধ আমরা ভেঙে ফেলব।

 

রোববার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি (ড. মুহাম্মদ ইউনূস) একজন সম্মানিত ব্যক্তি। বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানে আপনাকে এ মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

ফারুক বলেন, একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে বর্তমান সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সফলতা অর্জন করেছি সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।