ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৯ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেতাদের সাথে সাক্ষাৎ করেন।
তারা তাদের সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং তাদের সদস্যদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো নিয়ে অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করেছেন।
টিআর/এএটি