ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নানা গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, মে ২২, ২০২৫
নানা গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মো. নাহিদ ইসলাম

দিনভর নানা গুঞ্জন-আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এ সাক্ষাৎ হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে তার কাজ করার বিষয়ে পুনর্বিবেচনা করতে চান। আলোচনায় নাহিদ ইসলাম এমন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান।

একটি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

রাজপথে নানামুখী আন্দোলন ও উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবির প্রেক্ষাপটে বৃহস্পতিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি একটি পত্রিকার কলামের সূত্রে প্রধান উপদেষ্টা পদত্যাগের চিন্তা করছেন বলেও আলোচনা ছড়িয়ে পড়ে। যদিও এখনো বিষয়টির কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তখন আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তী সরকার গঠনে যে রূপরেখা দেন, সেখানে অধ্যাপক ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়। তাদের আহ্বানে সাড়া দিয়ে ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন অধ্যাপক ইউনূস।

এরপর বিভিন্ন সময়ে বক্তব্য-ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। তারা যখন বলবে আমরা চলে যাবো। ’

অধ্যাপক ইউনূসের সরকারের উপদেষ্টা ছিলেন মো. নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের একাংশের অংশগ্রহণে গত ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপদেষ্টার পদ ছেড়ে ওই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন নাহিদ ইসলাম। তবে আন্দোলনের নেতৃত্বভাগে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এখনো উপদেষ্টা পরিষদে আছেন।  

এফএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।