বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে হাতপাখার সমাবেশই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার (২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের (হাতপাখা) সমাবেশ তারই প্রমাণ। কিছু রাজনৈতিক নেতার সাম্প্রতিক বক্তব্য, বিশেষ করে পিআর পদ্ধতি ও নির্বাচন না হওয়া সংক্রান্ত আলোচনা, এই গুলো ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং করে, সভা করে, আরও দুই চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না এসব কথা বলা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, আপনি দশ-এগারো মাস কাটিয়ে দিয়েছেন। কিন্তু একটা লক্ষ্য আপনার আছে— ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দেন। দেশকে শান্তিতে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন আবার কাজ করার সুযোগ পায়, কারণ অতীত সরকারের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করা হয়েছে।
তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদারসহ প্রমুখ।
ইএসএস/এমজে