ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি: জাগপা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জুলাই ৮, ২০২৫
১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি: জাগপা লিফলেট বিতরণ করছেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান।

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ১১ মাস অতিবাহিত হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগ নীরবে নিভৃতে কাঁদে।

ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজকীয় মর্যাদায় দিল্লিতে, গণহত্যাকারীর দোসররা হাসে। দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার কি করছে? ১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি।  

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্টের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এরই অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির অষ্টম দিন আজ ৮ জুলাই মাদারীপুর জেলার বাস টার্মিনাল, আদালত চত্বর, ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।  

জাগপা নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের একজন সদস্যকেও গ্রেপ্তার করতে পারেনি। খুনি হাসিনাকে ফেরতের ব্যাপারে দিল্লি সরকারকে চাপ প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ গণহত্যার বিচার চায়, শেখ হাসিনার ফাঁসি চায়, আওয়ামীলীগের বিচার চায়। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা ও আওয়ামীলীগের বিচার করতে হবে এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।  

পথসভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জাগপা সমন্বয়ক নাসির উদ্দিন, জেলা জাগপা নেতা আরিফ খলিফা, রবিন খলিফা, মঈন মিয়া, মো. ইসহাক খান, সিজান হোসেন প্রমুখ।

টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।