ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

শুক্রবার খুলনায় আসছেন নাহিদ-হাসনাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুলাই ৮, ২০২৫
শুক্রবার খুলনায় আসছেন নাহিদ-হাসনাত

খুলনা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন শুক্রবার (১১ জুলাই) খুলনায় আসছেন। ওদিন বিকেল ৫টায় শিববাড়ির মোড়ে ও সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে ইতিবাচক পরিবর্তনের বার্তা ও সংস্কার,জুলাই ঘোষণাপত্র, গুম-খুন ও গণহত্যার বিচারের দাবি নিয়ে জুলাই পদযাত্রায় অংশগ্রহন করবেন তারা।

খুলনায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন ও দেশ গড়তে জুলাই পদযাত্রা বাস্তবায়নের জন্য ‘প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে এনসিপি খুলনা।

এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, সদস্য সচিব হিসাবে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। তাছাড়া প্রোগ্রাম বাস্তবায়নের জন্য পৃথক পৃথক ৬ টি সেল গঠন করা হয়েছে।

প্রচার প্রচারনা সেল এর দায়িত্বে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী, লজিস্টিক সেল আহম্মদ হামীম রাহাত, আর্থিক ম্যানেজমেন্ট সেল এ এস এম আরিফুর রহমান মিঠু, নিরাপত্তার সেল এ ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু, আপ্যায়ন সেল এ সাজিদুল ইসলাম বাপ্পি এবং এ্যাকোমডেশন সেল এর দায়িত্বে রয়েছেন রাফসান রফিক ওশান।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।