আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশের সব জেলা ও মহানগরে একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
একই দাবিতে আগামী মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল এবং বৃহস্পতিবার যুবদল রাজধানীসহ সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ছাত্রদলের কর্মসূচির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় পৃথক বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ইএসএস/আরএইচ