ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

দেশে যেন নির্বাচন না হয়, ষড়যন্ত্রকারীরা সেই চেষ্টা করছে: জাহিদুল কবির 

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জুলাই ১৫, ২০২৫
দেশে যেন নির্বাচন না হয়, ষড়যন্ত্রকারীরা সেই চেষ্টা করছে: জাহিদুল কবির  বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার জাহিদুল কবির জাহিদসহ অন্যরা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার জাহিদুল কবির জাহিদ বলেছেন, ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে, বাংলাদেশে যেন নির্বাচন না হয়। মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।

 

তিনি বলেন, তাদের লক্ষ্য- বাংলাদেশে আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, অস্থিরতা তৈরি ও বিভাজন সৃষ্টি করা, বিএনপি তা কখন সফল হতে দেবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে  শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার এবং মিটফোর্ড হাসপাতালের পাশে এক ব্যক্তির হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করে।

জাহিদুল কবির জাহিদ বলেন, অশ্লীল ভাষায়, কুরুচিপূর্ণভাবে আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে, তারা ভেবেছিল- কথাগুলো বললে, স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি বারবার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে, সব আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে, বিএনপি হলো ফিনিক্স পাখির দল।

জাহিদুল কবির জাহিদ বলেন, যারা বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল, কয়েকটি চক্র দেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত ও ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ঠিক সে সময়ই ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন বলেন, ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা, ফিরিয়ে আনার জন্য নয়। আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, ঠিক সেভাবেই কোনো দিন যেন আবার ফ্যাসিস্ট চালু হতে না পারে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে যাব।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী বলেন, তারেক রহমান যখন এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য, ভাতের ব্যবস্থা করার জন্য, লাখো বেকারের কর্মসংস্থানের জন্য সব বিজ্ঞ লোকের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সে সময় ষড়যন্ত্রকারীরা চক্রান্তে মেতে উঠেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।  

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খানের পরিচালনায় বক্তব্যে রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির প্রমুখ।

এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।