ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে জনতার দলের মশাল মিছিল

জি এম মুজিবুর, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুলাই ১৭, ২০২৫
জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে জনতার দলের মশাল মিছিল জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করেছে জনতার দল

ঢাকা: গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বনানীতে প্রতিবাদ সভা ও মশাল মিছিল করেছে জনতার দল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে রাজধানীর বনানী জনতার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ সভা ও মশাল মিছিল করে।

এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল, জুলাইযোদ্ধাদের ওপর বর্বরোচিত ও পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো। প্রতিবাদ সভায় বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা এবং সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের চক্রান্ত ও দমনপীড়নের তীব্র নিন্দা জানান।  

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে জনতার দল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

বক্তারা বলেন, এদেশ রক্ত দিয়ে অর্জিত। এখানে ফ্যাসিবাদী শাসনের কোন স্থান নেই। দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জনতার দলের বনানী থানার সভাপতি আসিফ হুদা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের মহাসচিব আজম খান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশির, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৌরভ আহমেদ সাজিদ, যুগ্ম প্রচার সম্পাদক, আর কে রিপন, যুগ্ম সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম জুনেদ (আতিক), ছাত্র সংগঠক আইয়ান খান এবং জনতার দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।

প্রতিবাদ সভা শেষে জনতার দলের কর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে বিশাল এক মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জনতার দলের কেন্দ্রীয় কার্যালয় বনানী থেকে শুরু হয়ে গুলশান-ডিসি অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিলে দলীয় নেতাকর্মীর ব্যাপক উপস্থিতি ও উদ্দীপ্ত স্লোগানে ফ্যাসিবাদবিরোধী বার্তা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনতার দল দৃঢ়ভাবে ঘোষণা করছে, দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে এ দল জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা জনগণের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ও সক্রিয় থাকবো।

জিএমএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।