ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

জামায়াতের সমাবেশ ঘিরে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, জুলাই ১৯, ২০২৫
জামায়াতের সমাবেশ ঘিরে ফ্রি মেডিকেল ক্যাম্প জামায়াতে ইসলামীর সমাবেশে মেডিকেল ক্যাম্প

ঢাকা: সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে চলছে। সমাবেশে আগত নেতাকর্মীদের চিকিৎসা দিতে স্থাপন করা হয়েছে ১৫টি ফ্রি মেডিকেল ক্যাম্প।

এছাড়াও জরুরি প্রয়োজনে রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) এসব মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।  

মেডিকেল বুথে থাকা কর্মীরা জানান, অতিরিক্ত গরম পড়ছে। এ গরমে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছেন। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে। সাধারণত প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান তারা।

প্রাথমিক চিকিৎসা সেবাদানকারীরা জানান, পুরো সমাবেশ ঘিরে ১৫টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে সাধারণত মাথাব্যথা, গ্যাস, অ্যালার্জি, ছোটখাটো আঘাত, ব্যথার ওষুধ, স্যালাইন ও খাওয়ার পানি সরবরাহ করা হচ্ছে। প্রতি ক্যাম্পে ১০ থেকে ১৫ জন কর্মীর মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে।  

জামায়াতে ইসলামীর ৭ দফা দাবির মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।  

এসসি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।