ঢাকা: গত বছরের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো শ্রমিক মো. শাহ আলম অভিযোগ করেছেন, ভোট নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কথা কেউ ভাবছে না।
শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
শাহ আলম বলেন, একটা গুলি খাওয়ার পর আমার পা চলে যায়। কিন্তু আমি সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমার দুইটা বাচ্চা আছে, বউ আছে। একটা বছর কী মানবেতর অবস্থায় চলছি, কোনো সরকার আমার খোঁজখবর নেয়নি। আমার এই খোঁজখবর এবং সাহায্য জামায়াত ছাড়া আর কেউ করেনি।
সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে চলছে। জামায়াতে ইসলামীর ৭ দফা দাবির মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
ইএসএস/এসআইএস