ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে ‘আগামীর বাংলাদেশে পাথর দিয়ে হত্যা দেখতে চাই না’ বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
শনিবার (১৯ জুলাই) দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু করে জামায়াতে ইসলামী।
জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, গত বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা একটা সুর তুলেছিল, রাজাকার। আর এক আন্দোলনে তাকে দেশ থেকে পালাতে হয়েছিল। নতুন করে আবার রাজাকার শব্দটি ওঠানো হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুল করবেন না। আল্লাহ ছেড়ে দেন না। নতুন করে আওয়ামী লীগের সুর তুলবেন না। না হয় আপনাদেরও দেশের জনগণ বিতাড়িত করবে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি, পাথর মেরে হত্যা দেখতে চাই না।
সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ। দলটির ৭ দফা দাবির মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
টিএ/এমজে