ঢাকা: শোষণতান্ত্রিক মৌলিক ব্যবস্থার পরিবর্তন না করে, আপনারা নির্বাচনের পথে হাঁটবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়েত ইসলামীর জাতীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আল্লাহ মানুষকে ধন-সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করেন। গত ১৬ বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই, আমাদের রহমতের জুলাই উপহার দিয়েছেন। যে জুলাই মাসে বাংলাদেশের ওপর চেপে থাকা দৈত্য দানবের মতো চেপে থাকা ফ্যাসিবাদকে পরাজিত করেছি। কিন্তু হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল এবং অহংকারী হয়। আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের আমাদের অংশীদারেরা উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছেন।
ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা যদি সীমালঙ্ঘন করি তাহলে শেখ হাসিনার মতো আল্লাহ আমাদের ছাড় দেবেন না। যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্ত এবং প্রাণের বিনিময়ে যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি। এ পরিবর্তনকে টেকসই করার জন্য বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই, শোষণতান্ত্রিক মৌলিক ব্যবস্থার পরিবর্তন না করে, আপনারা নির্বাচনের পথে হাঁটবেন না।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলো যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্রব্যবস্থা যেন থাকে, সেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যেটা আজকের সমাবেশের একটা দাবি।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, গত ১১ মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নেই। মানুষের চরম ভোগান্তি হচ্ছে তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের এ দুর্ভোগ লাঘব করেন।
আরকেআর/জেএইচ