বান্দরবান: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো নিপীড়ন বা বিভাজন আমরা মেনে নেব না, বান্দরবানের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চাই।
শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ২২মিনিটে কক্সবাজার থেকে সড়ক পথে কেন্দ্রীয় নেতারা বান্দরবান সদরে পৌঁছান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিলাম, আজকে এক বছর হতে চলছে। জুলাই আন্দোলন কেবল একটি সরকার পতনের আন্দোলন ছিল না, জুলাই আন্দোলন ছিল একটি নতুন রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণবিস্ফোরণ, মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিছবি। জুলাই গণঅভ্যুথানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এ রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, এনসিপির যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ বিভিন্ন নেতারা।
আরআইএস