হাটহাজারী ও ফটিকছড়িতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৯ জুলাই) বিএনপির এই দুই নেতা চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা এবং ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় যান।
এ সময় তাদের সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এই দুই মাদ্রাসাই দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সেখানে বিএনপি নেতারা হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী এবং সাবেক মহাসচিব জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।
বৈঠকে বিএনপি নেতারা জানান, তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেফাজত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
এসবিডব্লিউ/এমইউএম