ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

ছাত্রদলের সমাবেশ ঘিরে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, আগস্ট ৩, ২০২৫
ছাত্রদলের সমাবেশ ঘিরে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে মেডিক্যাল ক্যাম্প

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় সমাবেশকে কেন্দ্র করে রোববার (৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে অংশগ্রহণকারীদের শারীরিক স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সমাবেশস্থলে পাঁচটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।  

এই মেডিক্যাল বুথগুলোতে নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বুথে একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, প্রতিটি বুথে ওরস্যালাইন, পানি এবং প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছে। প্রত্যেক বুথে অন্তত ১০ জন চিকিৎসক সারাদিন দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে হিটস্ট্রোক, মাথা ঘোরা, দুর্বলতা ও ডিহাইড্রেশনসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত নেতাকর্মীদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বৃহৎ সমাবেশে আগত হাজারো নেতাকর্মীর স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনে দ্রুত সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে।

সমাবেশে ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন, এ সমাবেশের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং দেশের জনগণের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

ছাত্রদল নেতারা জানান, মেডিক্যাল ক্যাম্পের এই প্রস্তুতি আন্দোলনের সফল পরিবেশ নিশ্চিত করবে।

এসবিডব্লিউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ