জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ষড়যন্ত্রকারীরা সব সময় থাকবে। অতীতেও ছিল।
রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান–২০২৪’ শীর্ষক ‘স্মৃতি লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মন্জুরুল ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
ডা. তাহের বলেন, জুলাই হত্যাকারীদের বিচার শেষ না করে যারা নির্বাচনের কথা বলছেন, এখানে ষড়যন্ত্রের গন্ধ পাই। জনগণ আর লুটপাটের নির্বাচন চায় না।
তিনি আরও বলেন, সরকারকে বলবো যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেখানে সংস্কার করতে হবে। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, একটি সুস্থ রাজনৈতিক কালচার তৈরির জন্য, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম রাখার জন্য যা যা করা প্রয়োজন এই সরকারকে তা করতে হবে। তা না হলে শহীদদের কাছে বিশ্বাস ঘাতক হিসাবে ইতিহাস আপনাদের চিহ্নিত করবে।
টিএ/আরবি