ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে: শামীম হায়দার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, আগস্ট ৯, ২০২৫
জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে: শামীম হায়দার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব (একাংশ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ইতিহাস বলে মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে।

জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় পার্টি হবে এদেশের জনতার ভরসার ঠিকানা। কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবীদদের দূরে রাখা হচ্ছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। দেশের ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ঝুঁকির মধ্যে পড়েছে। জাতীয় পার্টি খোলনলচে বদলে দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তরুণ, যুবক ও ছাত্রদের দেশ চালাতে জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি। দেশের  মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুদূর পরাহত মনে হচ্ছে। সব দলের সঙ্গে আলোচনা করে দেশ বাঁচাতে হবে। ঐকমত্য সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা ও সদিচ্ছা দেখাতে হবে।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিললুর রহমান খলিল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোড়ল জিয়াউর রহমানের সঞ্চালনায় তরুণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক তালুকদার, মো. মইনুদ্দিন মণ্ডল খোকা, মো. শেখ কামাল উদ্দিন, মো. বোরহান, সুলতান আহমেদ, শ্রী শ্রী উৎপল সাহা, নূর মোহাম্মদ, মো. কাউসার আহমেদ, মাহবুবুল আলম তালুকদার, জহিরুল ইসলাম, মো. বদিউর রহমান, মনিরুজ্জামান হিরা, জাকির হোসেন রাজু, শাহীন হোসেন বুলেট, শেখ মোস্তফা, মো. সানোয়ার, মো. সোহেব মুন্সি, মো. বুলবুল খান, মো. আলমগীর হোসেন, মো. বিপ্লব আলম, মো. বেলাল হোসেন, শেখ মোস্তফা, আ.স.ম হাসান খান, মো. রাজ্জাক চৌধুরী, মো. মিরাজ হোসেন, আব্দুল হালিম হাওলাদার, মো. আমির হোসেন ও আজিজুর রহমান শোভন।

এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।