ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

দেশে মব রাজত্ব বিরাজমান: শামীম পাটোয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, আগস্ট ১২, ২০২৫
দেশে মব রাজত্ব বিরাজমান: শামীম পাটোয়ারী শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে মব রাজত্ব বিরাজমান। রাষ্ট্রীয় অস্থিতিশীলতায় মানুষ ক্রমান্বয়ে আতঙ্কিত ও অসহিষ্ণু হয়ে পড়ছে।

এই সুযোগে একটি গ্রুপ মানুষের মধ্যে বিভিন্ন হুজুগ তুলে যে কারো বিরুদ্ধে মব সৃষ্টি করছে। আর নিরীহ মানুষ তার শিকার হচ্ছে। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে সাংস্কৃতিক পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে আশঙ্কা প্রকাশ করে আসছেন। তার প্রতিটি আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে।  

তিনি আরো বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন সবচাইতে অবহেলিত। কোনো সরকার সাংস্কৃতিক বিপ্লবের জন্য পরিকল্পনা ও অর্থ বরাদ্দ করেনি। উদার তন্ত্র, ৭১ এর চেতনা, নারীর মর্যাদায় রক্ষায় সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। বিগত আমলগুলো দলীয় ভিত্তিতে সরকার সাংস্কৃতিক ভাতা দেওয়ায় প্রকৃত সাংস্কৃতিক কর্মীরা বঞ্চিত হয়েছে। আমরা প্রকৃত সাংস্কৃতিক কর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি জানাই।  

জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, নুরুন নাহার বেগম ও জাতীয় সাংস্কৃতিক পার্টির ওমর ফারুক সুজন, ফয়েজ মুন্না, ফজলুল হক বাবু, মো. সালাহউদ্দিন, তামান্না চৌধুরী, পলিন চাকমা, বহ্নি ব্যাপারী, মোতাহার সিদ্দিকী শাহীন, রবিউল ইসলাম রিপন বক্তব্য দেন।  

উপস্থিত ছিলেন- চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মো. খলিলুর রহমান খলিল, জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, হুমায়ুন খান, এমএ সোবাহান, আক্তার হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, এমএ হান্নান, সামছুল আলম লিপটন, দফতর সম্পাদক মাহমুদ আলম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য জেসমিন নূর প্রিয়াঙ্কা প্রমুখ।  

এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।