ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে অভিযানে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, আগস্ট ১৫, ২০২৫
রাজধানীতে অভিযানে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার গ্রেপ্তার ৬ জন

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাওন (৪৮), ঢাকার হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ও সাতক্ষীরার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ (৪৭)।



ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত ডিবির বিভিন্ন বিভাগ এ অভিযান পরিচালনা করে।


অভিযানের সময় ও স্থান অনুযায়ী গ্রেপ্তারের বিবরণ, ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারি থানার ফোল্ডার স্ট্রিট এলাকা থেকে শফিকুল ইসলাম (ডিবি-লালবাগ), বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মগবাজার নিজ বাসা থেকে শেখ কবির উদ্দিন (ডিবি-মিরপুর), বৃহস্পতিবার রাত ১১টায় হাতিরঝিল এলাকা থেকে রাসেল হাওলাদার (ডিবি-লালবাগ), বৃহস্পতিবার  রাত পৌনে ১২টায় হাতিরঝিল এলাকা থেকে রাশেদুল হোসেন বুলবুল (ডিবি-সাইবার), বৃহস্পতিবার সাড়ে ১০টায় মোহাম্মদপুর এলাকা থেকে মনিরুজ্জামান বাবু (ডিবি-সাইবার উত্তর) ও আজ সকাল পৌনে ১২টায় উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে শাহনেওয়াজ (ডিবি-তেজগাঁও) গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।