৫ আগস্ট গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখার তাগিদ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি সংবিধান পরিবর্তন করতে হয়, তবে সেই কাজটি করবে জনগণের নির্বাচিত সরকার। তিনি সরকারের প্রতি প্রথমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান, যাতে জনগণের সরকার ক্ষমতায় আসতে পারে।
রোববার (২৪ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে। তাই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের অর্জন ধরে রাখতে হবে। ছোটখাটো কোন্দলের কারণে ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসার সুযোগ না পায়। তিনি বর্তমান সরকারকে গত ১৬ বছর ধরে দেশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করার জন্য অভিযুক্ত করেন এবং বলেন যে, বিএনপি আর ফ্যাসিবাদ চায় না।
কর্মসংস্থানের অভাবের কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশে দুর্ভিক্ষের লক্ষণ দেখা যাচ্ছে। অনেক কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লক্ষাধিক মানুষ বেকার হয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ, মহাসচিব ড. এমতাজ হোসেন এবং যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইএসএস/এএটি